Hasan Hafizur Rahman
Foundation

HASAN HAFIZUR RAHMAN

One of the top ten
Intellectuals of
Bangladesh

Hasan Hafizur Rahman is a renowned figure in the country and one of the top ten intellectuals. He completed his Master’s degree from the University of Dhaka and remained actively engaged in various literary pursuits alongside his professional commitments. Some of his titles are as following

  • Intellectual
  • Professor (Jagannath College)
  • Fiction Writer
  • Poet
  • Translator
  • Politician
  • Short Story Writer
  • Political Strategist
  • Freedom Fighter

Contributions

Many people have benefited from Hasan Hafizur Rahman’s multiple contributions.  Two of his main contributions will always be beneficial to the growth of the nation. They are

  • EKUSHEY FEBRUARY” edited by Hasan Hafizur Rahman
  • BANGLADESHER SHADHINOTA JUDDHO DOLILPOTRO (16 KHONDO)” edited by Hasan Hafizur Rahman

Check all the other contributions from the pictures below.

The Activities of

Hasan Hafizur Rahman
Foundation

In order to commemorate and honor the contributions of this great figure, the family members have been donating since June 1999 to June 2019 on the occasion of his birthday which is 14th june, in a continuous and consistent manner. 

A documentary video of duration 68 minutes have been made about Hasan Hafizur Rahman’s life and work, which is available on this website. The commemorative book on Hasan Hafizur Rahman was published by his daughter Esha Hasan, the book was titled “HASAN HAFIZUR RAHMAN SHAROK GRANTHA”.

Due to COVID-19,

the activities of the foundation was at a pause from 2019 till December of 2020.

In January 2021, we resumed our activities for the betterment of the country and nation. Looking forward to a great future ahead!!

Glance at our activities

1999-2002

Our organization passionately engaged in uplifting the less fortunate by distributing food supplies, donating funds, and organizing educational aid for Madrasas and villages. Our tireless efforts aimed to make a meaningful difference in the lives of those in need.

2003-2006

We dedicated ourselves to alleviating poverty and hunger by organizing food distribution drives, providing financial aid, and extending support to Madrasas and villages. Every action we took was a step towards creating a more compassionate and equitable society.

Hasan Hafizur Rahman SHAROK GRANTHA (2002)

This was our significant work in 2002

cover2

HASAN HAFIZUR RAHMAN DOCUMENTARY (2004-2007)

This video was initiated in 2004 and completed in 2007.

2007-2009

Our organization made an impact by extending a helping hand to the marginalized. We conducted financial contributions, offered food provisions, and supported educational facilities for Madrasas and village communities. It was a period of meaningful change and empowerment.

2010-2012

During this time frame, our organization actively participated in humanitarian efforts by donating money, organizing food drives, and supporting educational initiatives for the impoverished, including Madrasas and village residents. The goal was to foster hope and improve lives.

2013-2015

Throughout this years, we diligently pursued our mission to uplift disadvantaged communities. We donated generously, provided essential supplies, and ensured educational assistance for Madrasas and villages. It was a period of spreading love and kindness within the broader community.

2016-2019

In this designated period, our organization focused on providing hope and opportunities to underserved populations. Through financial contributions, food drives, and educational support, We aimed to pave the way for a better future. Our efforts are a bountiful harvest of compassion and empathy.

On June 14, 2016, on the occasion of Hasan Hafizur Rahman’s birthday, a gathering of speakers was held to commemorate him.

Due to COVID-19, the activities of the foundation was at a pause from 2019 till December of 2020. In January 2021, the foundation announced to resume their journey.

2021

Our team meeting for future planning and execution. We resumed our activities from 2021 and we always thrive to continue our work defeating all the challenges. At this forum, we harnessed creativity and innovation to plan for the organization's growth.

2022

We gathered to envision the future of our organization. Through dynamic brainstorming and constructive discussions, we outlined ambitious goals and devised strategies to realize our vision for positive change in our community.

2023

The Hasan Hafizur Rahman Foundation aims to awaken the desire in people to advance themselves. The primary condition for kindling this desire is to foster a sense of higher values. Observing advanced values is the most reliable, accessible, and necessary way to foster a sense of higher values. This concept of advancing values is compared to the touchstone known as the "Philosopher's Stone" or the "Touchstone." When in contact with the touchstone, base metals like iron can turn into gold. Similarly, for humans, this touchstone represents the advancement of their minds, which, when in contact with it, will refine the qualities within them. To bring this advancement in the minds of children and youth, we turn to the ideals found in the lives and works of scholars and practitioners. These become exemplars for young minds. The aim is to inspire them to strive towards being virtuous, learned, and accomplished individuals. When there is a hero for children and youth to look up to, they aspire to become heroes themselves. The heroes of our society have left an indelible mark, guiding us through the darkness, illuminating the path, and showing us how to feed the hungry. They have established a great legacy, inspiring future generations. Therefore, they are cherished, and their stories have been called "Chiroshoronio" in Bengali, which means unforgettable. People first look within themselves, then they expand their vision towards the world. This is why fostering self-awareness, awareness of one's neighbors, and global awareness are all part of the development of advanced minds. The "Touchstone" in this context represents a specific method of advancing one's values through continuous, uninterrupted discussions about it. Cultivating advanced minds in children and youth is vital because they are the primary contributors to intellectual growth. However, the third component, where those who have fallen in pursuit of knowledge and wisdom due to age or infirmity, is also essential. These individuals, whose experiences are a result of their dedication and wisdom, are the custodians of our history. In the present educational system, there's a lack of familiarity with these great figures who have shaped our culture. The schools and colleges include some poems and stories from renowned writers in the curriculum but often fail to provide a holistic understanding of the authors themselves. This lack of knowledge about the lives and contributions of great figures deprives our children of rich cultural experiences.
In 2023, Hasan Hafizur Rahman Foundation worked on launching the book "Hasan Hafizur Rahman: Bohumatrik Mullayon", donated in mosques for upgrading and the goal of Hasan Hafizur Rahman Foundation is to establish an intellectual center to ensure that young minds have access to a vast knowledge base about the lives, works, and contributions of the greatest thinkers, writers, artists, politicians, architects, and engineers of both our nation and the world. By knowing these figures and their stories, the coming generation's minds will be enriched, expanding the scope of their thoughts and aspirations. The foundation's mission is to create a well-rounded curriculum that includes knowledge about famous figures both nationally and internationally. Understanding the life and works of brilliant minds is essential for advancing knowledge. It will further enrich the minds of our younger generations, preparing them to play a unique role in the development of society and the nation. In conclusion, advancing values through discussions, about the lives and works of notable figures, especially through a comprehensive educational curriculum, is the foundation's core objective. By doing so, they aim to nurture the desire for self-improvement, inspire young minds to aspire to greatness, and contribute positively to their society and nation..

2024

The Hasan Hafizur Rahman Foundation charts a bold course for its goals and mission in 2024, standing as a beacon for transformative change. At the forefront of its endeavors is the commitment to fostering sustainable development through innovative approaches.
Here are some of the images from the directors meeting held recently. Another meeting will be held in the upcoming 9th of march, 2024.
Education, as a cornerstone for societal advancement, holds a pivotal place in the foundation's mission. It aspires to bridge educational inequalities by launching initiatives that provide equitable access to quality education. The foundation envisions the empowerment of marginalized communities through educational programs, vocational training, and digital literacy initiatives. In a bid to address pressing health challenges, the foundation extends its mission to include comprehensive healthcare programs. It envisions a society where healthcare is not only curative but also preventive, with a focus on promoting wellness and disease prevention. Initiatives may include community health camps, awareness campaigns, and partnerships with healthcare providers. Recognizing the transformative power of technology, the foundation endeavors to bridge the digital divide. It aims to empower communities with digital skills, facilitate access to technology, and promote innovation in sectors such as agriculture, education, and healthcare. The foundation embraces a holistic approach to community development, recognizing the interdependence of various facets of human life. Initiatives may encompass infrastructure development, community engagement, and collaborations with locals.

Hasan Hafizur Rahman Foundation

লক্ষ্য ও উদ্দেশ্য

হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশনের কাজ হলো মানুষের উন্নত হবার বাসনাকে জাগিয়ে দেয়া। সে বাসনা জাগানোর প্রথম শর্ত হলো উন্নত মূল্যবোধ কী তা অনুধাবন করা। উন্নত মূল্যবোধ অনুধাবনের উপায় কি? উন্নত মূল্যবোধ অনুধাবনের সবচেয়ে প্রামাণ্য আবার সবচেয়ে সহজ, সবচেয়ে গ্রহনযোগ্য আবার সবচেয়ে প্রয়োজনীয় উপায় হলো উন্নতির সংস্পর্শে থাকা। এই উন্নতি হলো “এলিক্সির অব লাইফ” বা পরশ পাথর। পরশ পাথরের সংস্পর্শে এলে লোহা সোনা হয়ে যায়। আর মানুষের জন্য এই পরশ পাথর হলো উন্নত চিত্তের মানুষ ও তাঁদের সংস্পর্শে এলে শিশু কিশোরদের ভেতর তাঁদের গুনাবলী প্রবেশ করবে। কিভাবে শিশুরা তাঁদের সংস্পর্শে আসবে?

কিংবদন্তিদের জীবন ও কর্মের উপর শিশুকিশোরদের মস্তিস্ক বিকাশের আদর্শ নিয়ে শিশুদের মধ্যে তাঁদের জ্ঞ্যান ও কার্য ছড়িয়ে দেয়ার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য। বিশেষ করে কোমলমতি শিশু কিশোরদের মনে উন্নত মানুষের ধারণা থাকলে তারা চেস্টা করবে তাঁদের মত হতে।

শিশু কিশোরদের সামনে একজন বীর থাকলে তারা বীর হতে চাইবে, তারা বড় হবে এবং মহৎ হবে। এই কারণে বীরের দৃষ্টান্ত তাদের জন্য অত্যাবশ্যক। কেউ বীর বিজ্ঞানে, কেউ বীর শিল্পকলায়, কেউ চিকিৎসায় কেউ স্থাপত্যে, কেউ দর্শনে কেউ সাহিত্যে, কেউ ক্রিকেটে কেউ ফুটবলে – আমাদের ইতিহাসে এবং সমাজে, দেশ ও বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন বীরেরা। তাঁরা আমাদের নিকট চিরস্মরণীয়। কেন স্মরণীয় – তাঁরা আমাদের অন্ধকারে আলো দিয়েছেন, কাজ করেছেন বাতিঘর হিসেবে, তাঁরা ক্ষুধার্তকে অন্ন দানের পথ দেখিয়েছেন। তাঁরা মহৎ কীর্তি স্থাপন করে এই মানব সমাজকে মহৎ এর সাধনায় ব্রতী হতে অনুপ্রাণিত করেছেন। তাঁরা নমুনা স্থাপন করেছেন, যা আমাদের শিরোধার্য। তাই কবি বলেছেন:

“মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন

হয়েছেন চিরস্মরণীয়

সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে

আমরাও হবো বরণীয়।

মানুষ প্রথমে তাকায় নিজের দিকে। তারপর দৃষ্টি মেলে দেয় বিশ্বের প্রতি। এই কারনে আত্মচেতনা বা আত্মচিত্তকে তিন পর্বে আমরা উন্নত করার চর্চা করি – আত্মজানা, প্রতিবেশী জানা, বিশ্বজানা। এই তিন জানা নিয়ে কাজ করার জন্য একটি বুদ্ধিগত চর্চা বিকশিত হয় পরশ পাথরের জন্য পিপাসা নিয়ে।

বুদ্ধি উন্নয়নের যারা প্রকৃত অংশগ্রহণকারী তাদের মধ্যে বৃহত্তম ও শ্রেষ্ঠতম অংশ হচ্ছে শিশু-কিশোর শ্রেনী। কারণ, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আর এর দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে যুব সমাজ, যাদের শক্তি-সামর্থ্য একটি জাতির শক্তি-সামর্থ্যের অনুরূপ। কিন্তু তৃতীয় অংশটিও অনেক গুরুত্বপূর্ণ। এটি হলো পৌঢ় ও বার্ধক্যে পতিত ব্যক্তিগণ – যাদের অভিজ্ঞতা অ প্রজ্ঞার কারণে আমরা তিন মাথাওয়ালা বলে থাকি। বুদ্ধিগত চর্চা যেহেতু প্রতিনিয়ত এবং অফুরন্ত চর্চা দাবী করে তাই সকল পর্যায়ে এই চর্চা অব্যাহত রাখা আবশ্যক।

বিশ্বের অনুন্নত, স্বল্পোন্নত, উন্নয়নশীল এবং উন্নত সকল দেশেই এই উন্নত চিত্তের চর্চা অব্যাহত রয়েছে। কিন্তু কখনো কখনো মনে হয়, মহামানবদের বাণী ও জীবনী, শিক্ষা ও দীক্ষা, মহান চিন্তকদের জীবনের দৃষ্টান্ত ও তাঁদের অমরকীর্তি বিষয়ে যথেষ্ট সচেতনতা ও চর্চার প্রয়োজন সবসময়ই অনুভূত হয়।

কোনো একটি দেশের মানুষ প্রথমে নিজের দেশের একক ও সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত মহৎ আবিষ্কার, সৃষ্টি, রচনাবলি, স্থাপত্য ইত্যাদি বহুবিধ চিত্তগত ব্যাপারে স্মারকগুলি সম্পর্কে সচেতন হয়। অতঃপর সে দেশ ও জাতি তাকায় তার প্রতিবেশীদের দিকে, তারপর বিশ্বের দিকে।

বর্তমানে বাংলা ভাষার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়  ও ইংলিশ মিডিয়ামের সকল ছাত্র-ছাত্রীদের সাধারণ জ্ঞান অর্জনের আবশ্যকতা রয়েছে। যেমন:

একুশে সংকলন কার সম্পাদিত?

স্বাধীনতা কবিতাটি কার লেখা?

আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি কার রচনা?

বিখ্যাত দুর্ভিক্ষের ছবিটি কার আঁকা?

শহীদ মিনারের নকশাটি কার স্থাপিত? ইত্যাদি

তখন বেশিরভাগ ছেলে, মেয়েরা উত্তর দিতে পারেনা এবং অবাক হয়ে তাকিয়ে থাকে। নয়তো বলে, “আমার জানা নেই”। আমাদের স্কুল, কলেজের পাঠ্যপুস্তকের মাধ্যমে কার্যত কিছু কবিতা, কিছু গল্প পড়ানো হয়ে থাকে এবং তার সঙেগ কবি ও লেখকের পরিচিতি সংক্ষিপ্তভাবে দেওয়া হয়। তাই আমাদের সন্তানদের কাছেও আজ গুণীজন বলতে গেলে অজানা গল্পের দেশে মিলিয়ে যাচ্ছে। মূলত খুব সামান্য সাংস্কৃতিক চর্চা জ্ঞানের বিকাশে অপ্রতুল। সঠিকভাবে জ্ঞান আহরণের প্রয়াস বাংলা ভাষার মাধ্যমে বিকশিত হওয়ার কথা। কিন্তু আমাদের সংস্কৃতির এমন স্বল্প পরিমাণ চর্চা অবক্ষয়ের দিকে ধাবিত করছে। আমাদের নতুন প্রজন্মের ও ভবিষ্যত প্রজন্মের জন্য গুণী ব্যক্তিদের নাম জানা, তাঁদের কর্ম এবং দেশ ও জাতির প্রতি যেই অবদান তা জানা আবশ্যক। আমাদের শিক্ষার্থীদের হাতে তাদের শিক্ষার মাধ্যমে প্রতিনিয়ত পড়াশোনার সিলেবাসে এগুলো অন্তর্ভুক্ত করা যায়। এ ধরনের চর্চায় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ও মনীষীদের জীবনের আদর্শ ও কর্ম জানলে,বুঝলে ভবিষ্যত প্রজন্ম চিত্তের দিকে আরও সমৃদ্ধ হবে, তাদের মন ও মননের বিকাশ ঘটবে। একই সাথে প্রতিবেশী দেশ এবং বিশ্বের বিখ্যাত দার্শনিক, সাহিত্যিক, শিল্পী, রাজনৈতিক স্থপতি প্রকৌশলী ইত্যাদির কৃতি ও কীর্তি তাদের সামনে তুলে ধরা যেতে পারে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল গুণী ব্যক্তিদের জ্ঞান ভান্ডারের পরিচিতি দেওয়া পুস্তক-পুস্তিকা প্রাথমিক শিক্ষালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেয়া যেতে পারে। এসবই উন্নত চিত্তের ভবিষ্যত প্রজন্ম সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মানুষ যে জন্ম নিয়েছে বিজয়ের জন্য, বিজয় করার জন্য তার যে প্রস্তুতি, মানুষ হয়ে ওঠার জন্য ও বড় হয়ে ওঠার জন্য যে অনুশীলন, তারই অত্যাবশকীয় অংশ হলো বড় মানুষদের জীবনী পাঠ, তাঁদের কীর্তি জানা, তাঁদের সংগ্রামের কাহিনী জানা। সে জয়যাত্রার জন্য তাঁদের জয়ের দৃষ্টান্তগুলোকে জানা নিয়ে কাজ করার জন্য একটি বুদ্ধিগত চর্চার প্রতিষ্ঠান হচ্ছে হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন। শিশু কিশোরদের মধ্যে বড় হবার বাসনা জাগিয়ে দিতে পারলে জাতি বড় হবে, জন্ম দেবে স্মরনীয় বরণীয় সন্তান।

শিশু কিশোরদের ধারণ ক্ষমতা উপযোগী ক্ষুদ্র/বৃহৎ গ্রন্থের মাধ্যমে বুদ্ধি বিকাশে সকল কিংবদন্তির জীবন ও কর্ম সম্পর্কে আলোচনার মাধ্যমে তাদের জীবনের আদর্শ গ্রহণপুর্বক শিশুরা নিজেদের বিকশিত করে সমাজ ও জাতি গঠনে অনন্য ভূমিকা রাখতে পারে সে বেপারে পরিপূর্ণ লক্ষ্য রেখে গৃহিত কার্যক্রম সম্পাদন করাই আমাদের প্রধান লক্ষ্য। উল্লেখ্য যে হাসান হাফিজুর রহমান এর ১৪ই জুন জন্মবার্ষিকী উদযাপন সহ ১৯৯৯ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় সামাজিক অনুদান ও আরও কিছু উল্লেখযোগ্য কর্মকান্ড পরিচালনা করে আসছে হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন।

যেমন স্মারকগ্রন্থ প্রকাশনা, তার জীবন ও কর্ম নিয়ে ৬৮ মিনিটের তথ্যচিত্র নির্মাণ এবং সর্বশেষ প্রকাশনা “হাসান হাফিজুর রহমান: বহুমাত্রিক মূল্যায়ন”।

A look at our workplace

Our Office Premises

Click on the pictures to see full size images

Hasan Hafizur Rahman Documentary

Play Video

Contact Us

You are welcome to visit us during our office hours. If you have any questions, feel free to reach us through the given information. Looking forward to hear from you!!

Our Socials